You dont have javascript enabled! Please enable it! 1974.12.05 | একজনও অভুক্ত থাকলে আমাদের রাজনীতি ব্যর্থ হবে: কামারুজ্জামান | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

একজনও অভুক্ত থাকলে আমাদের রাজনীতি ব্যর্থ হবে: কামারুজ্জামান

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান বৃহস্পতিবার মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দীর ১১তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের আদর্শ আলােচনা প্রসঙ্গে বলেন যে, দেশের জনগণের একজনও অভুক্ত থাকলে আমাদের রাজনীতি ব্যর্থ হয়ে যাবে। মরহুমের মাজারে আওয়ামী লীগ আয়ােজিত আলােচনা সভায় জনাব কামারুজ্জামান সভাপতির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আবুল ফজল। জনাব কামারুজ্জামান তার ভাষণে বলেন, মরহুম হােসেন শহীদ সােহরাওয়ার্দীর রাজনীতির মূল উদ্দেশ্য ছিল, শােষিত জনগণের কল্যাণ এবং তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন এই কাজেই ব্যয় করে গেছেন। তিনি বলেন, শহীদ সােহরাওয়ার্দী বিশ্বাস করতেন, শােষিত জনগণের মুক্তি গণতন্ত্রেই নিহিত। সেজন্যই তিনি আমৃত্যু গণতন্ত্রের সাধনা করে গেছেন। তবে তিনি যখন ভারতের স্বাধীনতার পর পাকিস্তানে এলেন তখন দেখলেন, জনগণ বিশেষ করে বাংলাদেশের মানুষ তদানীন্তন সরকার দ্বারা শােষিত নির্যাতিত হচ্ছে এবং ভাবলেন তখনকার রাষ্ট্রীয় নীতি ও কাঠামাে দ্বারা বাঙালিদের মুক্তি অসম্ভব। তাই তিনি চাইলেন বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার।

বস্তুত তার এই প্রচেষ্টায় আজকের স্বাধীন বাংলাদেশ। জনাব কামারুজ্জামান বলেন, শহীদ সােহরাওয়ার্দী পাকিস্তানে এসে শােষিত জনগণের কল্যাণের জন্য প্রচণ্ড বিরােধিতা সত্ত্বেও বিরােধী দল গঠন এবং তা পরিচালনা করেছেন। তিনি গণতন্ত্রের সাধক ছিলেন। তবে যে গণতন্ত্র প্রত্যেক মানুষের কল্যাণে আনতে পারে তিনি সেই গণতন্ত্রে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন প্রকৃত গণতন্ত্র সমাজতন্ত্রেই নিহিত। তিনি যখন শােষিত মানুষের কল্যাণ চাইতেন তখন তিনি সমাজতন্ত্র চাইতেন। বস্তুত সমাজতন্ত্রের মধ্যেই সাধারণ মানুষের গণতন্ত্র নিহিত রয়েছে।১৭

রেফারেন্স:

৫ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত