You dont have javascript enabled! Please enable it! 1974.12.04 | বাংলার ন্যায্য হিস্যা প্রদানে পাকিস্তানের টালবাহানা | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলার ন্যায্য হিস্যা প্রদানে পাকিস্তানের টালবাহানা

নয়াদিল্লি: সম্পদ বণ্টন ও বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তনের প্রশ্নে বাংলাদেশের সাথে আলাপ আলােচনা বসার ব্যাপারে ইসলামাবাদ কর্তৃপক্ষ ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন। একটি তৃতীয় দেশ সম্প্রতি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু পাকিস্তান এতে সাড়া দেয়নি। উদ্যোগ গ্রহণকারী দেশটির নাম উল্লেখ করা হয়নি।

ইসলামবাদ কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আলােচনায় বসতে নারাজ। এতে বাংলাদেশকে তার প্রাপ্য সম্পদ হস্তান্তরে পাকিস্তানের অনিচ্ছা প্রকাশ পায়। পাকিস্তানের কাছে প্রাপ্য সম্পদ ফেরত পাওয়ার প্রশ্নে বাংলাদেশের ভূমিকা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। এ থেকে বঞ্চিত করার জন্য পাকিস্তান সাবেকী দায় বাংলাদেশের ঘাড়ে চাপাতে চাইছে। শেষােক্ত প্রশ্নেও বাংলাদেশের ভূমিকা পরিষ্কার। সাবেক পূর্ব পাকিস্তানে ব্যয়িত অর্থের দায় বাংলাদেশ নেবে বলে আগেই সংশ্লিষ্ট অর্থ ঋণদানকারী দেশগুলােকে জানিয়ে দেয়া হয়েছে।১৩

রেফারেন্স:

৪ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত