আপনাদের পেয়ে আমরা আনন্দিত: রাষ্ট্রপতি
ঢাকা: আজ রাতে মালয়েশিয়ার রাজা টুংকু আবদুল হালিম মােয়াজ্জেম শাহ ও রাণী বাহিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতি মােহাম্মদ মােহাম্মদ উল্লা বেগম মােহাম্মদ উল্লা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে এক ফিরতি ভােজসভার আয়ােজন করেন। রাষ্ট্রপতি ও বেগম মােহাম্মদ উল্লাকে স্বাগত জানিয়ে মহামান্য রাজা বলেন, আমাদের মধ্যে আপনাদের পেয়ে আমরা আনন্দবােধ করছি। রাষ্ট্রপতির স্বাস্থ্য কামনা করে মহামান্য রাজা বলেন, এ অনুষ্ঠান মালয়েশিয়া ও বাংলাদেশের ভ্রাতৃত্ব ও ঘনিষ্ঠ বন্ধুত্ব জোরদার করবে।
রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা প্রত্যুত্তরে এই মর্মে আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়ার মহামান্য রাজার সফরের ফলে দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে। রাষ্ট্রপতি আরাে বলেন যে, বাংলাদেশ মালয়েশিয়ার মহামান্য রাজা ও রাণীকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি খুব আনন্দিত।১৫
পৃষ্ঠা: ৬২৬
রেফারেন্স:
৫ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত