You dont have javascript enabled! Please enable it!

শান্তি ও প্রগতি দুই দেশের অভিন্ন লক্ষ্য: মালয়েশিয়ার রাজা

ঢাকা: ন্যায়বিচার, মানবাধিকার ও সকল জাতির স্বাধীনতার স্বার্থে বাংলাদেশ ও মালয়েশিয়া নিবেদিত মিত্র রাষ্ট্রের ভূমিকা পালন করছে। মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় রাষ্ট্র একযােগে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ সফররত মালয়েশিয়ার মহামান্য ইয়াং দিপারতুয়ান এ্যাগং আজ রাতে তার সম্মানে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লার প্রদত্ত এক ভােজসভায় উপরােক্ত মন্তব্য করেন। তিনি আরাে বলেন, সমাজতান্ত্রিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও কারিগরি উন্নতির জন্য উভয় রাষ্ট্র আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুখী সমৃদ্ধ ও শােষণমুক্ত সমাজ গঠনে উভয়ে কঠোর পরিশ্রম করছে।৯

রেফারেন্স:

৩ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!