You dont have javascript enabled! Please enable it! 1974.12.04 | চোরাচালান বিরােধী তৎপরতা বৃদ্ধি, বিডিআর এর গুলিতে নিহত ১৮ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

চোরাচালান বিরােধী তৎপরতা বৃদ্ধি, বিডিআর এর গুলিতে নিহত ১৮

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনী চীফ অব স্টাফ কমােডাের এম, এইচ খান নৌবাহিনীর জোয়ান পরিচালিত চোরাচালান বিরােধী তৎপরতা স্বচক্ষে দেখার জন্য খুলনা এলাকায় আজ একদিনের সফর করেন। আজ রাতে আন্তঃবাহিনী গণসংযােগ দফতরে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। খুলনায় নৌবাহিনীর অফিসার ও জোয়ানদের উদ্দেশ্যে ভাষণ দানকালে কমােডর খান আমাদের উপকূলীয় এলাকা প্রতিরক্ষার পবিত্র দায়িত্ব সম্পাদনের জন্য তাদের প্রতি আহ্বান জানান। কমােডাের খান দেশ থেকে চাল ও অন্যান্য দ্রব্য পাচার প্রতিরােধে সর্বশক্তি নিয়ােগের নির্দেশ দেন।

নৌবাহিনীর প্রধান জোয়ানদের কর্তব্য পালনের ভূয়সী প্রশংসা করেন। খুলনায় অবস্থানকালে। কমােডর খান খাদ্য ও বেসামরিক সরবরাহ দফতরের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সাথে চোরাচালান বিরােধী তৎপরতা সম্পর্কে আলােচনা করেন। কমােডাের খান আজ সন্ধ্যায় ঢাকা ফিরে আসেন।১২

রেফারেন্স:

৪ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত