বন্যার্তদের জন্য মিসর ও ইটালীর দান।
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত জনাব ওয়াফা হেজাজী আজ সকালে বন্যাদুর্গতদের জন্য ১০ হাজার পাউন্ড স্টার্লিং এর একটি চেক ত্রাণ মন্ত্রী জনাব আবদুল মােমিন এর কাছে হস্তান্তর করেছেন। এই উপলক্ষে জনাব হেজাজী বন্যাদুর্গতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সম্ভাব্য অতিরিক্ত সাহায্যের আশ্বাস দেন।
ইটালীর প্রধানমন্ত্রী প্রফেসর এলডাে মরাে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্রাণ তহবিলে ১৫ হাজার ডলার দান করেছেন। বাংলাদেশে নিযুক্ত ইটালীয় রাষ্ট্রদূত মি. এল বি ডিসেনপিয়েট্রো আজ গণভবনে বঙ্গবন্ধুর হাতে উক্ত অর্থের চেকটি দিয়েছেন।৪
রেফারেন্স:
২ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত