You dont have javascript enabled! Please enable it!

বন সম্পদ উন্নয়নে ৩২টি প্রকল্প

ঢাকা: দেশের বন সম্পদের উন্নয়নকল্পে বনবিভাগ ৩২টি প্রকল্প হাতে নিয়েছেন। এসব প্রকল্পে ৩২ কোটি টাকা ব্যয় হবে। ২৪টি প্রকল্পে বর্তমানে যে বন আছে তা উঠিয়ে দিয়ে উন্নতমানের চারা লাগানাে হবে। এতে খরচ হবে ২১ কোটি টাকা। বাকি ৮টি প্রকল্পের অধীনে উপকূলীয় অঞ্চলে বনাঞ্চল সৃষ্টি ও পার্বত্য চট্টগ্রামে আনক্লাসিড স্টেট ফরেষ্ট সৃষ্টি করা হবে। এতে ব্যয় হবে এগারাে কোটি টাকা। বন দফতরের প্রতিমন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমদ বাসসকে জানান যে, ১৯৭৮ সালের জুনের মধ্যে এই সব প্রকল্পের কাজ শেষ হবে। চলতি পাঁচসালা পরিকল্পনার অধীনে ৯০ হাজার একর জমিতে গাছ লাগানাের কর্মসূচি রয়েছে। এর মধ্যে চলতি বছরে ১০ হাজার ৬৯০ একর জমিতে গাছ লাগানাে হবে।১

রেফারেন্স:

১ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!