উৎপাদনে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করুন: কামারুজ্জামান
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান বলেন, সমাজতন্ত্র এমনি হবে না। বর্তমান অর্থনীতি মিশ্র অর্থনীতি। বৈপ্লবিক পরিবর্তন ছাড়া সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। মেহনতি মানুষকে সংঘবদ্ধ করে বিপ্লবের মাধ্যমে তা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি চটকলে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন এবং উৎপাদন বৃদ্ধিতে বাধা প্রদানকারীদের প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, শােষক চিরকালই শােষক। সে কোনােদিনই শােষিতকে নিয়ে বিপ্লব করে না। মহা মুক্তির বিপ্লবে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়ােজন এবং তা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিতে পারেন।২
রেফারেন্স:
১ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত