তিনশ মণ লবণসহ ৩৯ জন কালােবাজারী গ্রেফতার
সাতকানিয়া, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রাম মহকুমা আনোয়ারা থানার পুলিশ ৩টি সাম্পান থেকে প্রায় তিনশ মণ লবণ সহ ৩৯ জন কালােবাজারী গ্রেফতার করেন। জানা গেছে যে, নদী পথে বাঁশখালী থেকে ৩টি সাম্পানে লবণ বােঝাই করে চট্টগ্রামে আনার পথে ৩৯ জন কালােবাজারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃতদের গত রােববারে কোর্টে চালান করা হয়েছে।৯৩
পৃষ্ঠা: ৬১৯
টীকা:
১, দৈনিক পূর্বদেশ, ১ নভেম্বর ১৯৭৪। ২. ঐ। ৩. ঐ। ৪. দৈনিক পূর্বদেশ, ২ নভেম্বর ১৯৭৪। ৫, ঐ। ৬. দৈনিক পূর্বদেশ, ৩ নভেম্বর ১৯৭৪। ৭. ঐ। ৮. ঐ। ৯. ঐ। ১০. ঐ। ১১. দৈনিক পূর্বদেশ, ৪ নভেম্বর ১৯৭৪। ১২. ঐ। ১৩. ঐ। ১৪. দৈনিক পূর্বদেশ, ৫ নভেম্বর ১৯৭৪। ১৫. ঐ। ১৬. ঐ। ১৭. ঐ। ১৮. ঐ। ১৯. দৈনিক পূর্বদেশ, ৬ নভেম্বর ১৯৭৪। ২০. ঐ। ২১. দৈনিক আজাদ, ৮ নভেম্বর ১৯৭৪। ২২. ঐ। ২৩, ঐ। ২৪. দৈনিক আজাদ, ৯ নভেম্বর ১৯৭৪। ২৫. ঐ। ২৬. ঐ। ২৭. ঐ। ২৮. দৈনিক আজাদ, ১০ নভেম্বর ১৯৭৪। ২৯. ঐ। ৩০. দৈনিক আজাদ, ১১ নভেম্বর ১৯৭৪। ৩১. ঐ। ৩২. ঐ। ৩৩. ঐ। ৩৪. ঐ। ৩৫. দৈনিক আজাদ, ১২ নভেম্বর ১৯৭৪। ৩৬. ঐ। ৩৭. দৈনিক আজাদ, ১৩ নভেম্বর ১৯৭৪। ৩৮, ঐ। ৩৯, ঐ। ৪০. দৈনিক আজাদ, ১৪ নভেম্বর ১৯৭৪। ৪১. ঐ। ৪২. ঐ। ৪৩, ঐ। ৪৪, দৈনিক আজাদ, ১৫ নভেম্বর ১৯৭৪। ৪৫, ঐ। ৪৬. দৈনিক আজাদ, ১৬ নভেম্বর ১৯৭৪। ৪৭. ঐ। ৪৮, ঐ। ৪৯. দৈনিক আজাদ, ১৭ নভেম্বর ১৯৭৪। ৫০. ঐ। ৫১, ঐ। ৫২. ঐ। ৫৩. দৈনিক আজাদ, ১৮ নভেম্বর ১৯৭৪। ৫৪. ঐ। ৫৫. ঐ। ৫৬. দৈনিক আজাদ, ১৯ নভেম্বর ১৯৭৪। ৫৭. ঐ। ৫৮. ঐ। ৫৯. দৈনিক আজাদ, ২০ নভেম্বর ১৯৭৪। ৬০, ঐ। ৬১. ঐ। ৬২. দৈনিক আজাদ, ২১ নভেম্বর ১৯৭৪। ৬৩. ঐ। ৬৪. ঐ। ৬৫, দৈনিক আজাদ, ২২ নভেম্বর ১৯৭৪। ৬৬, ঐ। ৬৭. ঐ। ৬৮. দৈনিক আজাদ, ২৩ নভেম্বর ১৯৭৪। ৬৯, ঐ। ৭০, ঐ। ৭১. দৈনিক আজাদ, ২৪ নভেম্বর ১৯৭৪। ৭২, ঐ। ৭৩, ঐ। ৭৪, দৈনিক আজাদ, ২৫ নভেম্বর ১৯৭৪। ৭৫. দৈনিক আজাদ, ২৬ নভেম্বর ১৯৭৪। ৭৬. ঐ। ৭৭. ঐ। ৭৮, দৈনিক পূর্বদেশ, ২৭ নভেম্বর ১৯৭৪। ৭৯. ঐ। ৮০, ঐ। ৮১. দৈনিক পূর্বদেশ, ২৮ নভেম্বর ১৯৭৪। ৮২, ঐ। ৮৩, ঐ। ৮৪, ঐ। ৮৫. দৈনিক পূর্বদেশ, ২৯ নভেম্বর ১৯৭৪। ৮৬. ঐ। ৮৭. ঐ। ৮৮. ঐ। ৮৯. দৈনিক পূর্বদেশ, ৩০ নভেম্বর ১৯৭৪। ৯০, ঐ। ৯১. ঐ। ৯২. ঐ। ৯৩, ঐ।
পৃষ্ঠা: ৬২০
রেফারেন্স:
৩০ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত