You dont have javascript enabled! Please enable it!

বছরে ৪ কোটি টাকার অপ্রয়ােজনীয় পাতা বাংলাদেশে আসছে

কুমিল্লা: ভারতের কেবলমাত্র ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লা, নােয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন চোরাপথ দিয়ে বাংলাদেশের গ্রামে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১২ লক্ষ মণ কুম্ভিপাতা পাচার হয়ে আসছে। সিগারেটের বর্ধিত উৎপাদন ও কাগজে মােড়া সুকার বিড়ির ব্যাপক প্রচলনের মাধ্যমে সম্পূরক ব্যবস্থা গৃহীত না হলে এবং দেশে কুম্ভিপাতার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘােষণা করা না হলে এই লাভজনক ‘আইটেম’ এর চোরাচালান বন্ধ করা যাবে না বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।৯১

রেফারেন্স:

৩০ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!