You dont have javascript enabled! Please enable it!

ঢাকা-বার্লিন যুক্ত ইশতেহার সম্পর্ক আরাে জোরদার করার সঙ্কল্পের পুনরুল্লেখ

ঢাকা: শান্তিপূর্ণ সহ-অবস্থান, বন্ধুত্ব ও পারস্পরিক সহযােগিতার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও জার্মান গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভবিষ্যতে তাদের মধ্যকার সম্পর্ক জোরদার করার সঙ্কল্পের পুনরুল্লেখ করে। জিডিআরের প্রধানমন্ত্রী হস্ট জিন্ডারম্যানের বাংলাদেশে চারদিনব্যাপী রাষ্ট্রীয় সফরের পর ঢাকা ও বার্লিন থেকে একযােগে প্রকাশিত যুক্ত ইশতেহারে এই মনােভাবের কথা ব্যক্ত করা হয়েছে। দুই দেশ বিশ্বাস করে যে, এই সম্পর্কের উন্নয়নের ফলে দুই দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার কাজের অগ্রগতি সাধন হবে।

যুক্ত ইশতেহারে বলা হয়েছে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নিত বিধানের জন্য ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা নিয়ে দুই দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত আলাপ আলােচনা চালিয়ে যাবার জন্য ঐকমত্যে পৌছে। ইশতেহারে আরাে বলা হয়েছে যে, বাণিজ্য, নৌ, বিমান চলাচল, ব্যাংকিং সংস্কৃতি ও যােগাযােগ ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেসব চুক্তি রয়েছে। এগুলাে দুই দেশের সম্পর্কের উন্নয়নে সুদৃঢ় ভিত্তি রচনা করবে।৮৮

রেফারেন্স:

২৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!