ঘূর্ণিঝড়ে তেমন কোনাে ক্ষতি হয়নি
চট্টগ্রাম: খাদ্য ও ত্রাণ মন্ত্রী জনাব আবদুল মােমিন বলেছেন, ঘূর্ণিঝড়ের জন্য লেভির মাধ্যমে ধান সংগ্রহে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না। যে এলাকায় ধান সংগ্রহ করা হবে সে এলাকাতেই বিতরণ করা হবে। আজ শুক্রবার চট্টগ্রাম স্টেডিয়ামে আওয়ামী লীগ নেতৃবর্গ জাতীয় সংসদ সদস্যবৃন্দ ও সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আতঙ্কিত হওয়ার কোনাে কারণ নেই। জনমালের যেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। খােদার মেহেরবাণীতে তেমন হয়নি।৮৭
রেফারেন্স:
২৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত