You dont have javascript enabled! Please enable it! 1974.11.27 | জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে একুশ কোটি টাকার ৯ প্রকল্প অনুমােদন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে একুশ কোটি টাকার ৯ প্রকল্প অনুমােদন

ঢাকা: জাতীয় অর্থনৈতিক কাউন্সিল ২১ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার ৯টি প্রকল্প অনুমােদন করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তন্মধ্যে বৈদেশিক মুদ্রার অংশ হচ্ছে ৭ কোটি ৭৩ লাখ ৬১ হাজার টাকা।

প্রকল্পগুলাে হচ্ছে: বরিশাল বস্ত্রশিল্প, রাজশাহী নােয়াপাড়া বস্ত্র মিল, চিনিকল এলাকায় আখ চাষ উন্নয়ন ও ব্যবস্থাপনা ঋণ সম্প্রসারণ প্রকল্প, ঢাকা কেন্দ্রীয় মেডিকেল স্টোরের উন্নয়ন, রাজশাহী মেডিকেল সাব ডিপাের উন্নয়ন, খুলনা মেডিকেল সাব ডিপাে প্রতিষ্ঠা, বিভিন্ন শহর ও পল্লী এলাকায় খাবার পানি সরবরাহের জন্য ভূগর্ভের পানি ব্যবহার সম্পর্কিত গবেষণা এবং রংপুর ও পিরােজপুরে পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও গবেষণা।৮৫

রেফারেন্স:

২৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত