You dont have javascript enabled! Please enable it! 1974.11.27 | উপকূলবর্তী দ্বীপাঞ্চলে ৯০ থেকে ১২৫ মাইল বেগে ঘূর্ণিঝড় | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

উপকূলবর্তী দ্বীপাঞ্চলে ৯০ থেকে ১২৫ মাইল বেগে ঘূর্ণিঝড়

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে হ্যারিকেন নামীয় ঘূর্ণিঝড় আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকা এবং আরাে ছয়টি জেলায় প্রচণ্ড আঘাত হেনেছে। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২৫ মাইল পর্যন্ত উঠেছিল। মহেশখালী ও কুতুবদিয়াসহ পার্শ্ববর্তী দ্বীপসমূহে ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতা সবচেয়ে বেশি ছিল। কক্সবাজার কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী, আনােয়ারা প্রভৃতি এলাকা সম্পূর্ণভাবে যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক রিপােটে চট্টগ্রামে পাচ ব্যক্তির। প্রাণহানির এবং পাঁচজনের নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া ২৫ ব্যক্তি আহত, শতকরা ৫০ ভাগ কাঁচাঘর বিধ্বস্ত ও ৬০ ভাগ ফসল বিনষ্ট হয়েছে।৮৪

রেফারেন্স:

২৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত