সারাদেশে স্বতঃস্ফূর্ত হরতাল
ঢাকা: ঢাকাসহ দেশের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে বলে জাতীয় সমাজতান্ত্রিক দল দাবী করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আহূত এক সাংবাদিক বৈঠকে জাসদ নেতৃবৃন্দ বলেছেন, হরতাল বানচালের জন্য গত দুদিনে সরকার মােট দু’হাজার নেতা এবং কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের হামলায় আহত হয়েছে কয়েকশ’ নেতা ও কর্মী। সাংবাদিক বৈঠকে হরতাল সম্পর্কিত এ তথ্য জানান তথ্য ও গণসংযােগ সম্পাদক জনাব শাহ আলম। বৈঠকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শ্রী বিধান কৃষ্ণ সেন এবং সংসদ সদস্য জনাব আবদুস সাত্তার, জনাব ময়নুদ্দিন আহমদ মানিক ও আবদুল্লাহ সরকার। জনাব শাহ আলম লিখিত বক্তৃতায় বলেন, এ হরতালের সাফল্য হচ্ছে সরকারের পদত্যাগের পক্ষে জনতার রায়। তাই স্বতঃস্ফূর্ত হরতালের পর সরকারের মতায় থাকার অধিকার নাই। তাই আর দেরী না করে জাতীয় সংসদ ভেঙে সর্বদলীয় জাতীয় রকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন জানান। এক প্রশ্নের জবাবে জনাব আলম বলেন, হরতাল প্রসঙ্গে জাতীয় সংসদের ৭ জন সদস্যের বিবৃতি ইউনাইটেড পিপলস পার্টি বাংলা মজলুম ফেডারেশনসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের সমর্থন ঐক্যেরই সুস্পষ্ট বিবৃতি। ঐক্য আজ চূড়ান্ত পর্যায়ে বলেও তিনি মন্তব্য করেন।৭৭
রেফারেন্স:
২৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত