চারদিনের সফরে আগত জিডিআর প্রধানমন্ত্রীকে প্রাণঢালা সংবর্ধনা
ঢাকা: পূর্ব জার্মানির মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হস্ট সিন্ডারম্যান ও মাদাম সিন্ডারম্যান বাংলাদেশে চারদিনে রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার অপরাহ্বে ঢাকা আগমন করলে তাদের প্রাণঢালা সংবর্ধনা দেয়া হয়। মহামান্য অতিথিকেনিয়ে পূর্ব জার্মানির বিমান সংস্থা ইন্টারফ্লগের একটি বিমান অপরাহে ২টা ২০ মিনিটে ঢাকা বিমান বন্দরে অবতরণ করলে ১৯ বার তােপধ্বনি করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মি. সিন্ডারম্যানকে স্বাগত জানান। বাংলাদেশের সামরিক বাহিনীর ৩টি ইউনিট মহামান্য অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জিডিআর প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব কামারুজ্জামানসহ মন্ত্রিসভার সদস্যবর্গ রাজনৈতিক দলের নেতৃবর্গ কূটনৈতিক মিশনের প্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। জিডিআর প্রধানমন্ত্রীর সাথে পরিকল্পনা পরিষদের প্রধান ড. ক্লাউস উইলারডিঙ্গ, ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রিয়েদমাের ক্লাসেরসুজার, ডেপুটি বৈদেশিক বাণিজ্যমন্ত্রী মি. গুলাের গ্লেইসনারসহ প্রায় ৩৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায় এসেছেন। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষ হলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহামান্য জিডিআর প্রধানমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন। ঢাকায় অবস্থানকালে মি. সিন্ডারম্যান ও মাদার সিন্ডারম্যান এখানে থাকবেন। মহামান্য অতিথিকে স্বাগত জানাবার জন্য বিমান বন্দরের আশে পাশে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শত শত কর্মীসহ বিপুল জনতা উপস্থিত ছিলেন।৭৫
পৃষ্ঠা: ৬১৪
রেফারেন্স:
২৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত