You dont have javascript enabled! Please enable it! 1974.11.26 | বাংলাদেশে ব্রিটিশ সাহায্য দান দ্রুততর করা হবে: জন গ্র্যান্ট | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে ব্রিটিশ সাহায্য দান দ্রুততর করা হবে: জন গ্র্যান্ট

ঢাকা: ঢাকায় সফররত ব্রিটিশ পার্লামেন্টারী সেক্রেটারি মি. জন গ্র্যান্ট এস পি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান জনাব নুরুল ইসলামকে এই মর্মে নিশ্চয়তা দান করেন যে, বাংলাদেশে ব্রিটিশ সাহায্য সরবরাহ দ্রুততর করা হবে। তিনি ডেপুটি চেয়ারম্যানের সাথে ৭০ মিনিটকাল স্থায়ী এক আলােচনা বৈঠককালে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্রিটিশ সাহায্য দানে বিভিন্ন অসুবিধা সম্পর্কে অবহিত হন। পূর্বাহ্নে মি, জন গ্র্যান্ট পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সাথে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কে আলােচনা করেন। এছাড়া তারা আন্তর্জাতিক সম্পর্ক ও পারস্পরিক সাধারণ সম্পর্ক নিয়েও আলােচনা করেন।৭৬

রেফারেন্স:

২৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত