You dont have javascript enabled! Please enable it!

অর্থনৈতিক বিকাশে বিজ্ঞানের যথাযথ প্রয়ােগের ওপর গুরুত্ব আরােপ করুন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মতিন চৌধুরী দেশের অর্থনৈতিক বিকাশের স্বার্থে বিজ্ঞানের যথাযথ প্রয়ােগের ওপর গুরুত্ব আরােপ করেছেন। জনাব আবদুল মতিন চৌধুরী সােমবার ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান সমিতি কর্তৃক আয়ােজিত প্রদর্শনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেযারম্যান প্রফেসর আ, ক, ম, সিদ্দিক। প্রধান অতিথির ভাষণে উপাচার্য জনাব আবদুল মতিন চৌধুরী বলেন যে, দেশের তরুণ ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাথে পরিচিত করার উদ্দেশের প্রতি এ ধরনের প্রদর্শনীর আয়ােজন করা অত্যন্ত প্রয়ােজন। তিনি আরাে বলেন, প্রফেসর বসুর স্মৃতিকে চিরস্থায়ী করতে হলে তিনি যে বিষয়ের ওপর গবেষণা করেছেন। বাঙালি বিজ্ঞানীদের সেদিকে আরাে অগ্রসর হতে হবে। সভাপতির ভাষণে জনাব আ, ক, ম সিদ্দিক বলেন যে, তিনি প্রদর্শনী দেখে আশান্বিত হয়েছেন। উপযুক্ত পরিবেশ ও সুযােগ পেলে। আমাদের দেশের তরুণ ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানে পিছিয়ে থাকবে না বলে তিনি দৃঢ় অভিমত প্রকাশ করেন। ঢাকায় মাত্র দুটি কলেজ প্রদর্শনীতে অংশগ্রহণ করায় তিনি দুঃখ প্রকাশ করেন। প্রদর্শনীতে স্কুল বিভাগের সেন্ট জোসেফ স্কুলের ছাত্ররা ইলেকট্রনিক প্রেস মেকার প্রদর্শন করে এবং কলেজ বিভাগ নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের ভিজা আলাে প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে।৭৪

রেফারেন্স:

২৫ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!