ভূমিহীন চাষীদেরওকৃষি সমবায়ে অংশ নিতে হবে
ঢাকা: কৃষি, স্থানীয় ও স্বায়ত্তশাসন, সমবায় ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব আবদুস সামাদ গ্রামীণ জনশক্তির ব্যবহার ও জীবিকা নির্বাহের মানােন্নয়নের জন্য কৃষি সমবায়ে দরিদ্র ভূমিহীন কৃষক ও বর্গা চাষীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রবিবার সকালে সমবায় সদনে অনুষ্ঠিত ১৫২টি থানার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানদের এক সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। জনাব সামাদ বলেন, এরা আমাদের সমাজের মােট জনসংখ্যার শতকরা ৫৪ ভাগ এবং কৃষি উৎপাদনের জন্য মাঠে ময়দানে নিজেদের হাতে কাজ করে থাকেন। দরিদ্র ভূমিহীন কৃষক ও বর্গাচাষীদের যাতে উৎপাদনে ঠিকভাবে অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সমবায় আন্দোলন শুরু করা উচিত বলে তিনি মতাে প্রকাশ করেন।
তিনি বলেন, তাদেরকে সমবায় আন্দোলনের মূল শক্তি হিসেবে ধরে নিতে হবে। জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উদ্যোগে আয়ােজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য শামসুল হক। অন্যান্যের মধ্যে ভাষণ দেন স্থানীয় স্বায়ত্তশাসন পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি জনাব রওশন আলী, সাধারণ সম্পাদক জনাব রাশেদ মােশাররফ, ফেডারেশনের পরিচালক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম মজুমদার, সংসদ সদস্য আবদুল হক, হাজী মতিউর রহমান ও জনাব মনতােষ দাস। জনাব সামাদ বলেন, সমাজতন্ত্রের লক্ষ্য বাস্তবায়ন ও স্বনির্ভরতা অর্জনের দিকে লক্ষ্য রেখেই বর্তমানে সমবায় আইন তৈরি করা হচ্ছে। কৃষি ও সমবায় পর্যায়ের একটি একক কেন্দ্র থেকে সরাসরি কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে বলে নিশ্চয়তা প্রদান করেন। এ ব্যাপারে তিনি কৃষি সমবায়গুলাের সর্বাত্মক সহযােগিতা কামনা করেন।৭২
রেফারেন্স:
২৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত