You dont have javascript enabled! Please enable it! 1974.11.24 | ঢাকায় ব্রিটেনের বৈদেশিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তার ঘােষণা: ব্রিটিশ সরকার বাংলাদেশকে অধিকতর উন্নয়ন সাহায্যদানে অগ্রাধিকার দেবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ঢাকায় ব্রিটেনের বৈদেশিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তার ঘােষণা: ব্রিটিশ সরকার বাংলাদেশকে অধিকতর উন্নয়ন সাহায্যদানে অগ্রাধিকার দেবে

ঢাকা: ব্রিটিশ সরকার উন্নয়নশীল দেশসমূহের জন্য অধিকতর উন্নয়ন সাহায্য প্রদানের ওপর গুরুত্ব আরােপ করেছে। বাংলাদেশকে সাহায্য প্রদানের জন্য অগ্রাধিকার দেয়া হবে। ব্রিটিশ পার্লামেন্টের বৈদেশিক উন্নয়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারী সেক্রেটারি মি. জন গ্র্যান্ট এম পি রবিবার ৫দিন ব্যাপী বাংলাদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা এসে বিমান বন্দরে সাংবাদিকদের নিকট এ তথ্য প্রকাশ করেন। ব্রিটেনের বর্তমান শ্রমিক দলীয় সরকার গঠনের পর মি. গ্যান্টই হলেন প্রথম মন্ত্রী যিনি বাংলাদেশ সফরে এলেন। মি. জনগ্যান্ট বলেন, ঢাকায় অবস্থানকালে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতার উপযুক্ত ক্ষেত্র অনুসন্ধান করবেন। বাংলাদেশের নেতা ও বিশেষজ্ঞদের সাথে আলােচনা শেষে দেশে প্রত্যাবর্তন করে এ সম্পর্কে তিনি একটি রিপাের্ট প্রদান করবেন বলে জানা গেছে। এক প্রশ্নের উত্তরে ব্রিটিশ মন্ত্রী বলেন, বর্তমানে ব্রিটেনের সহায়তায় বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রকল্প বাছাই করতে হবে।

দেশ স্বাধীন হবার পর ব্রিটিশ বাংলাদেশকে মােট ৯৫ কোটি টাকা সাহায্য দিয়েছে। এই সাহায্যের মধ্যে রয়েছে দ্রব্য সাহায্য কিছু প্রকল্প সাহায্য ও বেশ কিছু অর্থ খাদ্য সাহায্য বাবদ দেয়া হয়েছে। বাংলাদেশ এইড কনসাের্টিয়ামে ব্রিটেনের ভূমিকা সম্পর্কে বলেন, ব্রিটেন এই কনসাের্টিয়াম গঠনে সাহায্য করেছে এবং নিজে অংশগ্রহণ করেছে। তিনি কনসাের্টিয়ামের প্রথম বৈঠককে একটি শুভ সূচনা বলে বর্ণনা করেন। বাংলাদেশে অবস্থানকালে মি. গ্র্যান্ট পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সাথে আলােচনা করবেন। তিনি পরিকল্পনা কমিশনের বিশেষজ্ঞ এবং বাংলাদেশে কর্মরত ব্রিটিশ বিশেষজ্ঞদের সাথেও আলােচনা করবেন। বি পি আই জানাচ্ছে, ব্রিটিশ মন্ত্রী আদমজী পাটকল, রাঙ্গুনিয়ার কৃষি প্রকল্প। এবং চট্টগ্রামের নৌ একাডেমী পরিদর্শন করবেন। তিনি ২৮ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্লানের পরামর্শদাতা কমিটির ২৪তম বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব করবেন।৭১

পৃষ্ঠা: ৬১২

রেফারেন্স:

২৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত