You dont have javascript enabled! Please enable it!

ছাপাখানা ও প্রকাশনা আইনের প্রতিবাদ করার ভাষা নেই: মওলানা ভাসানী

ঢাকা: শুক্রবার সংবাদপত্রে প্রেরিত এক তারবার্তায় মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেন, আমি ছাপাখানা ও প্রকাশনা আইনের প্রতিবাদ করার ভাষা খুঁজে পাচ্ছি না। এতে শুধু সংবিধানই লন্ডিত হয়নি-এটা লীগের সংগ্রামী ঐতিহ্যকেও বিলুপ্ত করেছে। ক্ষমতায় লিপ্ত ও তথাকথিত বিদেশি বন্ধুদের কুপরামর্শ সরকারকে অন্ধ এবং বেপরােয়া করে তুলেছে। জাতির অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার স্বার্থে এই ধরনের কালাকানুন অবশ্যই বাতিল করা উচিত। অন্যথায় এর যে ভয়াবহ পরিণতি ঘটবে সে সম্পর্কে সরকারকে সতর্ক করে দিতে চাই।৭০

রেফারেন্স:

২২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!