You dont have javascript enabled! Please enable it! 1974.11.22 | মাে-ন্যাপের ৭ দফা দাবী | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

মাে-ন্যাপের ৭ দফা দাবী

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৩দিন ব্যাপী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পার্টির সভাপতি অধ্যাপক মােজাফফর আহমদ। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় যে, রাজনৈতিক, অর্থনৈতিক ও শাসনতন্ত্রের দিক থেকে আমাদের এক নজিরবিহীন সংকটের মধ্যে নিষ্পত্তি হয়েছে এবং এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে এবং এর প্রতিবিধানে সরকারের ব্যর্থতা লক্ষ্য করে জনসাধারণ সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছে। প্রস্তাবে আরও বলা হয় যে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও আওয়ামী লীগের পরিচালিত গােটা শাসন ব্যবস্থার ব্যর্থতার ফলে এই ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটেছে। এই সত্যকে মােজাফফর ন্যাপ অস্বীকার করতে পারে না।

বর্তমান শাসনব্যবস্থার কাঠামাের মধ্যে এবং বর্তমান প্রশাসনযন্ত্রকে দিয়ে কোন একটি সমস্যার মােকাবেলা করা যাবে না বলে প্রস্তাবে বলা হয় এবং শাসন ব্যবস্থার আমুল পরিবর্তন সাথে সাথে (১) খাদ্য সংকট দূর করা, (২) লেভি কর্মসূচি সফল করা, (৩) নিত্য ব্যবহার্য দ্রব্যের ঊর্ধ্বগতি রােধ করা, (৪) দেশের কলকারখানার ও অফিস আদালতে শ্রমিক ও কর্মচারীদের রেশন ও নিত্য ব্যবহার্য দ্রব্যাদি সরবরাহ করাকে অগ্রাধিকার প্রদান ও দুর্ভিক্ষে ছিন্নমূল জনগণের পুনর্বাসন ব্যবস্থা করা, (৫) কলকারখানায় ও কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করা, (৬) সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার যাতে সমাজের দুশমনরা ভােগ করতে না পারে সে ব্যবস্থা করা ও (৭) শত্রুদের উৎখাত করা, সন্ত্রাসবাদীদের চরম দণ্ডদান করা-এই ৭টি কাজ সম্পাদনকে আশু ও জরুরি কর্তব্য বলে অভিহিত করেছেন। প্রস্তাবে বলা হয় যে, এর ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এবং মােজাফফর ন্যাপ তা বাস্তবায়নের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।৬৭

রেফারেন্স:

২২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত