বাংলাদেশের সমুদ্র সীমা প্রশ্নে ঢাকা-দিল্লি আলােচনা চলছে
ঢাকা: বাংলাদেশের সমুদ্র সীমা প্রশ্নের উত্তরে বাংলাদেশ ও ভারত সরকার আলােচনা চালাচ্ছে বলে জানা গেছে। গত এপ্রিল মাস থেকে এই আলােচনা শুরু হয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূলে তেল অনুসন্ধানের জন্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এ আলােচনার সূত্রপাত হয়। উল্লেখযােগ্য যে, গত আগষ্ট মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সীমা নির্ধারণ সম্পর্কিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী স্পষ্টভাবে ঘােষণা করেছেন যে, অর্থনৈতিক প্রশ্ন বিবেচনা করে বাংলাদেশ দুইশত মাইল পর্যন্ত সমুদ্র এলাকাকে নিজস্ব সমুদ্র সীমা বলে গণ্য করে। এ ঘােষণা বিবেচনা করলে এটা স্পষ্ট হয়ে উঠবে যে, বাংলাদেশের সমুদ্রসীমা ইতােপূর্বে নির্ধারিত হয়েছে। এখন পুনরায় সমুদ্রসীমা নির্ধারণের প্রশ্ন উঠে না।
তা সত্ত্বেও বাংলাদেশ ভারতের সঙ্গে এ ব্যাপারে আলােচনা শুরু করায় ভারতের কোন কোন সংবাদপত্রের এ ধারণা জন্মেছে যে, বাংলাদেশ ৩২ মাস পূর্বে সম্পাদিত বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চুক্তি অস্বীকার করে কতিপয় বিদেশি তেল কোম্পানির সাথে সমুদ্রের তেল অনুসন্ধানের জন্য চুক্তি করেছেন। ভারত সরকার এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নিকট প্রতিবাদ জানিয়েছে বলেও নয়া দিল্লির দৈনিক হিন্দুস্থান টাইমসে উল্লেখ করা হয়েছে। অবশ্য ভারত সরকার এ সংবাদের প্রতিবাদ করেননি বলে ভারত সরকারের মুখপাত্র উল্লেখ করেছেন।৬৬
রেফারেন্স:
২২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত