সরকার জাতির সংগ্রামী চেতনাকে ধ্বংস করে দিয়েছেন
ঢাকা: রাজনীতি করতে হলে প্রয়ােজন সততা ও সাহস এবং বিজ্ঞান বলেছিলেন ইউনাইটেড পিপলস পার্টির সভাপতি মণ্ডলীর সভাপতি সদস্য এবং রাজনৈতিক ক্ষেত্রে নবাগত অবসরপ্রাপ্ত লে. কর্নেল আকবর হােসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়ােজিত এক সাংবাদিকের প্রশ্নে তিনি সেনাবাহিনী ছেড়ে রাজনীতিতে যােগদানের কারণ বিশ্লেষণকালে আরাে বলেন, এর মধ্যে সততা এবং সাহস আমার আছে। তা অতীতে প্রমাণও করেছি। সাংবাদিক সম্মেলনে ইউপিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনার রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। সেনাবাহিনী ছেড়ে রাজনীতিতে যােগদানের কারণ হিসেবে কর্নেল আকবর আরাে বলেন, আমি ইনটিলিজেন্টের ডেপুটি ডিরেক্টর হিসেবে দেখেছি যে, গত ৩ বছরে সরকার জাতির সংগ্রামী চেতনাকে ধ্বংস করে দিয়েছে। লে. কর্নেল আকবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশ যেন বিদেশি শক্তিগুলাের হাতে না যেতে পারে তার সংগ্রাম চালিয়ে যেতে হবে।৬৫
রেফারেন্স:
২২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত