You dont have javascript enabled! Please enable it! 1974.11.21 | বেরুবাড়ি হস্তান্তর প্রশ্নে সংবিধান সংশােধনী বিল গৃহীত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বেরুবাড়ি হস্তান্তর প্রশ্নে সংবিধান সংশােধনী বিল গৃহীত

সংসদ ভবন: সরকার আজ জাতীয় সংসদে শাসনতন্ত্রের তৃতীয় সংশােধনী বিল উত্থাপন করেন যার ফলে ১৬ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি কার্যকর করা হবে। আইন সংসদ বিষয়ক দফতরের মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর কর্তৃক উত্থাপিত বিলটি এতদিন বাংলাদেশের দখলীয় কিছুসংখ্যক এলাকা ভারতের কাছে হস্তান্তর আইনসম্মত করেছেন। একই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের কাছ থেকে কিছুসংখ্যক এলাকা লাভ করে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে নিম্নলিখিত স্থল সীমারেখা চিহ্নিত করণের জন্য আগে একটি চুক্তি স্বাক্ষর করে। মিজোরাম বাংলাদেশ সেক্টর ত্রিপুরা সিলেট সেক্টর, ভাগলপুর রেলওয়ে লাইন, শিবপুর গৌরাঙ্গলা সেক্টর, মুহুরী নদী সেক্টর, ত্রিপুরা, নােয়াখালী, কুমিল্লা সেক্টরের অবশিষ্ট অংশ, ফেনী নদী, ত্রিপুরা পার্বত্য সেক্টরের অবশিষ্ট অংশ, বেয়ানীবাজার করিমগঞ্জ সেক্টর, বৈকারী খাল, বেরুবাড়ি ও লাঠির টিলা ও ডুমা বাড়ি।৬৪

রেফারেন্স:

২১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত