You dont have javascript enabled! Please enable it! 1974.11.21 | গােপালগঞ্জের পিট কয়লা উত্তোলনের পরিকল্পনা নেই | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

গােপালগঞ্জের পিট কয়লা উত্তোলনের পরিকল্পনা নেই

সংসদ ভবন: পররাষ্ট্র প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ড. কামাল হােসেন জাতীয় সংসদে বলেন, গােপালগঞ্জ মহকুমার চান্দার বিলের পিট কয়লা উত্তোলন বর্তমানে বন্ধ রয়েছে এবং ভবিষ্যতে উক্ত কয়লা উত্তোলনের কোন পরিকল্পনা নেই। মন্ত্রী সংসদ সদস্য জনাব নুরুল কাদের জুলুর এক প্রশ্নের উত্তর দানকালে বলেন, ১৯৬৪-৬৫ অর্থবছরে পরীক্ষা নিরীক্ষামূলক কাজের জন্য ৫শতটি পিট কয়লা উত্তোলন করা হয়েছে। উত্তোলিত কয়লা নিম্ন মানের ও ব্যয় বেশি হবার দরুন পরবর্তী পর্যায়ে উত্তোলন কাজ অব্যাহত রাখা হয়নি বলে তিনি জানান। তিনি জানান, ঐ বিলে অন্য কোন খনিজ পদার্থের সন্ধান পাওয়া যায়নি।৬৩

রেফারেন্স:

২১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত