You dont have javascript enabled! Please enable it!

সংসদে ৪টি বিল পাস, ২টি নতুন বিল উত্থাপিত

সংসদ ভবন: বুধবার জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে মােট ৪টি বিল পাস এবং আরও ২টি বিল উত্থাপিত হয়। আজ যে বিল ৪টি পাস করা হয় সেগুলাে হচ্ছে ফার্মেসী (সংশােধনী) বিল, সরকারি চাকুরী কমিশনের সদস্যদের (চাকুরীর শর্ত ও নিয়মাবলী) (সংশােধন) বিল, ১৯৭৪ ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন এবং রেজিষ্ট্রেশন) (সংশােধন) বিল, ১৯৭৪ এবং সরকারি চাকুরেদের অবসরগ্রহণ সংশােধন বিল ১৯৭৪। এ ছাড়াও আরাে ২টি বিল সংসদে আলােচনার জন্য উত্থাপিত হয়। বিলগুলাে হচ্ছে বিশেষ ক্ষমতা (দ্বিতীয় সংশােধনী) বিল ১৯৭৪ এবং পানি দূষিতকরণ নিয়ন্ত্রণ (সংশােধনী) বিল ১৯৭৪। এ সময় স্পীকার জনাব আবদুল মালেক উকিল সংসদে সভাপতিত্ব করেন। আইন প্রণয়ন কার্যাবলী শেষ হবার পর স্পীকার জনাব মালেক উকিল আজ বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবী ঘােষণা করেন।৬০

পৃষ্ঠা: ৬০৬

রেফারেন্স:

২০ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!