You dont have javascript enabled! Please enable it!

বন্যায় প্রায় ৩ কোটি লােক ক্ষতিগ্রস্ত হয়েছে

সংসদ ভবন: বিগত বন্যায় সারাদেশে মােট ২ কোটি ৯ লক্ষ ৯৮ হাজার ৩২০ লােক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ফলে মারা গেছে মােট ১ হাজার ৯ শত ৮৮ জন। গবাদি পশু মারা গেছে মােট ৪৬ হাজার ৪০৫টি। এছাড়া বন্যায় মােট ৬ লক্ষ ১৫ হাজার ৬ শত ৩৩টি বাড়ি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লক্ষ ৮৩ হাজার ৪ শত ৩১ টি। বন্যায় মােট ৯৮ লক্ষ ২৫ হাজার ৩শত ৯৪ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ও বাঁধের ক্ষতির পরিমাণ হচ্ছে ২৮ হাজার ২ শত ৪৪ মাইল। এছাড়া মােট ১৮ হাজার ৪শত ৪১টি শিক্ষা। প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। বুধবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে দ্বিতীয় দিনে জনাব সাইদুর রহমানের এক প্রশ্নের উত্তরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন এই তথ্য প্রকাশ করেন। প্রশ্নোত্তরকালে জনাব আবদুল মােমিন বলেন, বন্যাদুর্গত ত্রাণ কার্যে নগদ অর্থ বাবদ ৪ কোটি ৪১ লক্ষ ৫২ হাজার ৯ শত ৯৪ টাকা বিতরণ করা হয়েছে। দ্রব্য সাহায্য বাবদ দেয়া হয়েছে মােট ২৭ লক্ষ ৯৪ হাজার ৯ শত ৪০ মণ গম, ১৮ হাজার ৯ শত ৩৫ মণ আটা এবং ১১ হাজার ২শত ৫০ মণ চাল।

সব মিলিয়ে মােট ২৮ লক্ষ ২৫ হাজার ১২৫ মণ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। খাদ্য ও ত্রাণমন্ত্রী জনাব আবদুল মােমিন আরও বলেন, চাষীদের বীজ ধান হিসেবে মােট ১ লক্ষ ১৬ হাজার ৪শত মণ ধান সাহায্য দেয়া হয়েছে। এছাড়া ৪০হাজার ৫০টি শাড়ি, ২৫ হাজার ৮ শত লুঙ্গী, ২ লক্ষ ২০ হাজার ৮ শত ৩২টি শিশুদের পােশাক এবং অন্যান্য কাপড়চোপড় ৫৪৮টি বিতরণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী আরও বলেন, বন্যা দুর্গত জনসাধারণের মধ্যে বিমান থেকে ৩ লক্ষ ৫ হাজার ৫ শত ৬৮ টি পাউরুটি এবং ২ লক্ষ ২৭ হাজার ৯ শত ৯৫ টি তন্দুরী রুটি বিতরণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে বন্যাদুর্গতদের জন্য সাহায্য বাবদ ৬৩২টি তাঁবু, ৮০টি টিন ও ২৬ হাজার ৬ শত ৬৯ কার্টুন বিস্কুট পাওয়া গেছে। বিদেশ থেকে গুড়া দুধ সাহায্য এসেছে ১৩ হাজার ৫২ ব্যাগ, ৪২২ ফেজ। পুরনাে কাপড় এসেছে ৯ হাজার ৬ শত ৫১ ব্যাগ, ৯৩ ব্যাগ ১৬৩ বেল। শিশুখাদ্য এসেছে ৪৬৫ ব্যাগ। ১হাজার ৬শত ৯৬ কার্টন এসেছে ৯ শত ৮৭ প্যাকেট। প্রােটিন সমৃদ্ধ খাবার এসেছে ১৬ হাজার ২শত কার্টুন। এসব বিপুল পরিমাণের পানির জগ, টিনজাত খাদ্য, বনস্পতি এবং চিকেন টিন।৫৯

রেফারেন্স:

২০ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!