You dont have javascript enabled! Please enable it!

বিনিয়ােগ বাের্ডের সভায় ৬টি নয়া শিল্প ইউনিট অনুমােদন

 ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বিনিয়ােগ বাের্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ৬ টি নয়া শিল্প ইউনিটকে অনুমােদন করা হয়েছে। অনুমােদিত শিল্প ইউনিটগুলাের মধ্যে রয়েছে দুটি টেনারিজ, একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, একটি কলাপসিবল টিউব ইন্ডাস্ট্রি, একটি প্যাকেজিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও একটি লন্ড্রি সপ ইন্ডাস্ট্রি। মঙ্গলবার সরকারের প্রদত্ত এক হ্যান্ড আউটে একথা জানা গেছে। নয়া শিল্পনীতি ঘােষণার পর বাংলাদেশের বিভিন্ন শিল্প সংস্থায় বিদেশি পুঁজি বিনিয়ােগে যে সাড়া পাওয়া গেছে বৈঠকে এ ব্যাপারে গভীর সন্তোষ প্রকাশ করা হয়।৫৮

পৃষ্ঠা: ৬০৫

রেফারেন্স:

১৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!