You dont have javascript enabled! Please enable it! 1974.11.19 | সংসদে ৯টি বিল উত্থাপিত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সংসদে ৯টি বিল উত্থাপিত

সংসদ ভবন: মঙ্গলবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মােট ৯টি বিল উত্থাপিত হয়। উত্থাপিত বিলগুলাে হচ্ছে দি ফার্মেসী সংশােধনী বিল, ১৯৭৪ দি প্রিন্টিং প্রেসেস ও পাবলিকেশন (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) সংশােধনী দি মেম্বার অব দি পাবলিক সার্ভিস কমিশনস (টার্মস এন্ড কন্ডিশনস সার্ভিস) সংশােধনী বিল, দি বাংলাদেশ ব্যাংক সংশােধনী বিল, দি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ (জাতীয়করণ) (দ্বিতীয় সংশােধনী) বিল দি বাংলাদেশ পেট্রোলিয়াম বিল, দি অয়েল এন্ড গ্যাস ডেভলপমেন্ট কর্পোরেশন (বাতিল) বিল, দি পাবলিক সার্ভেন্ট (অবসরগ্রহণ) (সংশােধনী) বিল এবং দি স্ট্যাম্প ডিউটিজ এডিশন্যাল মােডস অব পেমেন্ট বিল ১৯৭৪। বিলগুলাে উত্থাপন করেন যথাক্রমে স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম মনসুর আলী, তথ্য বেতার মন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, জনাব আবদুর রব সেরনিয়াবাত ও ড. কামাল হােসেন।

বিলসমূহ উত্থাপন হওয়ার পর সংসদের কমিটিসমূহ গঠন করা হয়। এর মধ্যে জনাব কাজী জহিরুল কাইয়ুমকে ১৩ সদস্য বিশিষ্ট সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, মন্ত্রী মনােরঞ্জন ধরকে সভাপতি করে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১২ সদস্য বিশিষ্ট কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী আইন গঠন করা হয় স্পীকার জনাব আবদুল মালেক উকিলকে সভাপতি করে। অনুষ্ঠিত হিসাব সম্পর্কিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন জনাব আসাদুজ্জমান। এছাড়া জনাব মােশাররফ হােসেন আকন্দকে সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন। আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর। সরকারি প্রতিষ্ঠান কমিটি গঠন সংক্রান্ত ১০সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হন জনাব মােহাম্মদ সামসুল হক।৫৭

রেফারেন্স:

১৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত