সংসদে প্রিন্টিং প্রেস ও পাবলিকেশন্স সংশােধনী বিল উত্থাপন
সংসদ ভবন: সরকার মঙ্গলবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেসেস ও পাবলিকেশন্স অ্যাক্ট সংশােধনীর জন্য একটি নতুন বিল উত্থাপন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম মনসুর আলী পরিষদে বিলটি উত্থাপন করেন। সংশােধনী অনুসারে সংবাদপত্রের ডিক্লারেশন অনুমােদন এবং ডিক্লারেশন আপনা আপনি বাতিল হয়ে যাবার বিধান রয়েছে। বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম মনসুর আলী বলেন যে, সংবাদপত্রের আপত্তিকর, ক্ষতিকারক, অশালীন, অশােভন বিষয় প্রকাশনা বন্ধ করার জন্য এই বিলটি উত্থাপন প্রয়ােজন হয়ে পড়েছে। নতুন সংশােধনী বিলটি কার্যকর হলে নিম্নলিখিত যে কোন কারণে সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা যাবে। ফলে ডিক্লারেশন আপনাআপনি রদ হয়ে যাবে।
কোনাে পত্রিকার প্রকাশক যদি আর্থিক সংগতি না থাকায় নিয়মিত পত্রিকা প্রকাশ করতে ব্যর্থ হন তাহলে নয়া আইন অনুসারে সে পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যেতে পারে। এছাড়া কোন পত্রিকায় বাংলাদেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক কিছু প্রকাশিত হলে কিংবা বাংলাদেশের কোনাে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কোন আপত্তিকর অশােভন ও অশালীন মন্তব্য করা হলেও সরকার সে পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দিতে পারে। এছাড়া উক্ত বিলে বলা হয়েছে যে, ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেসেস পাবলিকেশন্স অ্যাক্টে যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলাে বর্তমান সংশােধনীর ব্যবস্থা নেয়া হবে। অবশ্যই এই জাতীয় ঘটনা ঘটলে উক্ত প্রকাশককে এর কারণ ব্যাখ্যা করার সুযােগ দেয়া হবে। বিলটি কার্যকর হলে এটি ১৯৭৪ সালের ১৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।৫৬
রেফারেন্স:
১৯ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত