ক্ষমতাসীন দল দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে
ঢাকা: জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য জনাব আবদুল্লাহ সরকার জাতীয় সমাজতান্ত্রিক দলে যােগ দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে আহূত এক সাংবাদিক বৈঠকে একথা ঘােষণা করে তিনি বলেন, দুর্বার গণ-আন্দোলনে শরিক হওয়ার এবং জাসদের সাথে একমত পােষণ করছি বলে এ দলে যােগ দিয়েছি। সাংবাদিক বৈঠকে জাসদের অপর দুজন সংসদ সদস্য জনাব আবদুস সাত্তার ও জনাব ময়নুদ্দিন আহমদ মানিকও উপস্থিত ছিলেন। জনাব আবদুল্লাহ সরকার দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেন, ক্ষমতাসীন দল দেশ ও জাতিকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। দেশের অর্থনৈতিক কাঠামাে আজ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মুদ্রাস্ফীতি ভয়াবহ এবং ক্রমবর্ধমান শিল্প ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত।
বণ্টন ব্যবস্থাও ত্রুটিপূর্ণ। জনাব সরকার বলেন, সরকার ১৪৪ ধারা জারী, সভাসমিতি বানচাল, হুঁশিয়ারি, গ্রেফতারি পরােয়ানা জারি এবং ২০ হাজার রাজনৈতিক কর্মী ও নেতাকে জেলে রেখে দমন নীতি চালাচ্ছে। জাতীয় সংসদ প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানাের সৎ সাহস সরকার দলীয় সদস্যদের নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশের সার্বিক মুক্তি সম্ভব নয়। তবে সংসদীয় গণতন্ত্র যতটুকু সম্ভব, সুযােগ আমাদের নেয়া উচিত। জাসদে যােগ দেয়ার আগে অন্য কোনাে রাজনৈতিক দলের সাথে আলাপ আলােচনা হয়েছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জাসদে যােগ দেয়ার আগে সব দলের শাসনতন্ত্র পড়েছি। কয়েকজন দলীয় নেতার সাথে আলােচনা হয়েছে। জনাব সরকার উপরােক্ত দল এবং নেতাদের নাম না বলাই বাঞ্ছনীয়। বলে মন্তব্য করেন।৭৩
পৃষ্ঠা: ৬১৩
রেফারেন্স:
২৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত