জাতীয় সমস্যা সমাধানে বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে
ঢাকা: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী সােমবার ঢাকায় বলেন যে, ক্ষুধা, দারিদ্য ও দুর্ভিক্ষের মতাে জাতীয় সমস্যা সমাধানে দেশের বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। শিক্ষামন্ত্রী সােমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক এস এম বােসের স্মরণে আয়ােজিত ৪দিন ব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করছিলেন। এই বিজ্ঞান সিম্পােজিয়ামের আয়ােজন করেছে যৌথভাবে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মতিন, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কে এস সিদ্দিক ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইন্নাস আলী বক্তৃতা করেন। সেমিনারে বাংলাদেশের ৩০ জন পদার্থ বিজ্ঞানি ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, সােভিয়েত রাশিয়া, পূর্ব ও পশ্চিম জার্মানী এবং ভারতের বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। এতে পদার্থ বিজ্ঞানের ভূমিকা ছাড়াও বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে আলােচনা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন, বাংলাদেশের অর্থনীতির দিক থেকে স্বনির্ভর করে তােলার জন্য আমাদের দেশের বিজ্ঞানীদের নতুন কৃষি পদ্ধতি উদ্বোধন করতে হবে। তিনি বলেন, খাদ্যশস্য উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তােলার ওপরই দেশের অগ্রগতি নির্ভর করছে। বিজ্ঞানীদের নিদের্শনা দিতে হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।৫৪
রেফারেন্স:
১৮ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত