যৌথ নদী কমিশনের বৈঠকে তৃতীয় দিন শুকনাে মৌসুমে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধি সম্পর্কে আলােচনা
ঢাকা: সােমবার ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে শুকনাে মৌসুমে গঙ্গা নদীর পানি বৃদ্ধির ফরমুলা অনুসন্ধানের বিষয় নিয়ে আলােচনা করা হয়। গতকাল ছিল চলতি বৈঠকে তৃতীয় দিন। যৌথ নদী কমিশনের এই বৈঠক ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে বৈঠক মুলতবী ঘােষণা করা হয়েছিল। দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে শুকনাে মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধির ব্যাপারে উভয় দেশের কাছে গ্রহণযােগ্য একটি ফরমুলা অনুসন্ধানের ব্যাপারে বিস্তারিত আলােচনা করা হয়। যৌথ নদী কমিশনের অনুমােদন অনুসারে উভয় দেশের মধ্যে পানির পরিমাণ ভাগাভাগির ব্যাপারে ভারত ও বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জনাব বি এম আব্বাস। ভারতের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব করেন কমিশনের কো-চেয়ারম্যান মি. সি প্যাটেল। এর আগে যৌথ নদী কমিশনের সদস্যরা বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন দফতরের সচিব জনাব আসাফউদৌল্লার সাথে। সাক্ষাৎ করেন।৫৩
রেফারেন্স:
১৮ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত