মণি সিংয়ের কণ্ঠে বিদ্রোহের ঝাঁজ: ঠক ও কালােবাজারীদের গণতন্ত্র চলছে
ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মণি সিং বলেছেন, সংসদীয় গণতন্ত্র বর্তমানে প্রয়ােজন মেটাতে আর সক্ষম নয়। তাই মেহনতি মানুষের গণতন্ত্র কায়েমের জন্য আরাে একটি বিপ্লবের প্রয়ােজন। ইতিহাস আজ সেই নির্দেশই দিচ্ছে। কমরেড মণি সিং রবিবার বিকেলে বায়তুল মােকাররম প্রাঙ্গণে সিপিবি আহূত এক গণজমায়াতে সভাপতির ভাষণ দিচ্ছিলেন। সভায় দলের সাধারণ সম্পাদক কমরেড মাে. ফরহাদও বক্তৃতা করেন। কমরেড মণি সিং গত ৩ বছরে সংসদীয় গণতন্ত্রী ইতিহাসকে সামগ্রিক ব্যর্থতার অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান জাতীয় সংসদ শুধুমাত্র ধনিক শ্রেণির প্রতিনিধিত্ব করছে। তিনি বলেন, বর্তমান সংসদ তাদের শ্রেণিস্বার্থ বজায় রাখার জন্য নতুন নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
ফলে অনেক ক্ষেত্রে এ আইন সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। কমরেড মণি সিং বলেন, গত ৩ বছরের সংসদীয় গণতন্ত্র হচ্ছে কালােবাজারী ও ঠকদের গণতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ঘােষণা করে তিনি বলেন, এর জন্য প্রয়ােজন হলে আমার দল শেষ পর্যন্ত সংগ্রাম করে যাবে। কমরেড ফরহাদ তার বক্তৃতায় বঙ্গবন্ধুর প্রতি যত তাড়াতাড়ি সম্ভব একটি যােগ্য এবং সৎ সরকার গঠনের আবেদন জানান। তিনি বলেন, বৃহত্তর জনগণের স্বার্থে বঙ্গবন্ধুকে অবশ্যই বর্তমান সরকারের পরিবর্তন ঘটাতে হবে। সভায় এক প্রস্তাবে সরকারের খাদ্য সংগ্রহ অভিযানকেসফল করার কাজে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক কর্মীর প্রতি আহ্বান জানানাে হয়।৫০
রেফারেন্স:
১৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত