You dont have javascript enabled! Please enable it! 1974.11.17 | আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির বৈঠকে সংসদ অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির বৈঠকে সংসদ অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত

ঢাকা: রােববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে সরকারের বাধ্যতামূলক ধান ও চাল সংগ্রহ অভিযানকে সফল করে তােলার ওপর গুরুত্ব আরােপ করা হয়। আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সংসদের আসন্ন অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদীয় দলের বৈঠকে দেশের অর্থনীতিকে রক্ষা করার স্বার্থে চোরাচালানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেয়া হয়। সংসদ সদস্যরা যাতে করে বাধ্যতামূলক ধান চাল সংগ্রহ ও চোরাচালান বিরােধী অভিযানে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন সেজন্যেই সংসদের অধিবেশন সংক্ষেপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বঙ্গবন্ধু সংসদ সদস্যদের অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে গ্রামে যেয়ে। সরকারি কাজে শরিক হবার আহ্বান জানিয়েছেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ সংসদীয় দলের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন অপেক্ষারত সাংবাদিকদের বলেন, অধিবেশন ১ সপ্তাহেরও কম সময় চলতে পারে। পরে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ শীতকালীন অধিবেশন ডাকা হবে বলে জনাব হােসেন সাংবাদিকদের জানান। চীফ হুইপ বলেন, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলােচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া খাদ্য সংগ্রহ অভিযানকে সফল করে তােলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুসংবদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংসদ সদস্যগণ খাদ্যশস্য সংগ্রহের অভিযানের প্রতি সমর্থন দান করেন। কেউ কেউ অবশ্য পরামর্শ দেন যে, বিশেষ বিশেষ জেলায় পুলিশ কর্ডন দিয়ে খাদ্য সংগ্রহ না করে প্রত্যেক মহকুমায় পুলিশ কর্ডনের ব্যবস্থা করা হােক।

এছাড়া বৈঠকে সরকারের কর্মসূচিকে সমর্থনকারী সকল রাজনৈতিক দলের কর্মী সমাজসেবী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে থানা পর্যায়ে গণকমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণকমিটি সরকারি কর্মচারীদের খাদ্য সংগ্রহের ব্যাপারে পরামর্শ দেবেন ও সহযােগিতা করবেন। জনাব মােয়াজ্জেম হােসেন বলেন, সংসদের চলতি অধিবেশনে বেরুবাড়ি হস্তান্তর সংক্রান্ত একটি শাসনতন্ত্র সংশােধনী বিল পেশ করা হবে এবং পরবর্তী অধিবেশনে তা পাস করা হবে। এছাড়াও ১৩ টি অর্ডিন্যান্স সংসদে চলতি অধিবেশনে পেশ করা হবে বলে তিনি জানান। এসব বিল ও জানুয়ারি মাসে পূর্ণাঙ্গ অধিবেশনে কার্যকরী করা হবে বলে তিনি জানান। বৈঠকে প্রশাসনিক রদবদল সংক্রান্ত কিছু নিয়ে আলাপ হয়েছে কিনা জানতে চাওয়া হলে চীফ হুইপ সংসদীয় দলের পরবর্তী অধিবেশনে এ ব্যাপারে আলােচনা হবে বলে জানান। অপর একটি প্রশ্নের উত্তরে জনাব হােসেন বলেন, দুর্গত সময়ে যে সব চা উপযােগী জমি বেচাকেনা হয়েছে সরকার আইন করে তা বাতিল করে দেয়ার কথা চিন্তা করছেন।৪৯

রেফারেন্স:

১৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত