৬শ’ গ্যালন পেট্রোল উদ্ধার
ঢাকা: বিশেষ পুলিশ বাহিনী গত ১৪ নভেম্বর এক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৬শ’ গ্যালন পেট্রোল উদ্ধার করে। এছাড়া যানবাহন থেকে চুরি করে পেট্রোল বিক্রিকালে ২ জন ড্রাইভারকে গ্রেফতার করে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এক হ্যান্ড আউটে একথা জানান হয়। গত ১৪ নভেম্বর পুলিশ টঙ্গী ডাইভারশান রােডে জনৈক আবদুল মালেকের গ্যারেজে হানা দেয়। সে সময় গ্যারেজের কর্মচারীদের নিকট ড্রাইভাররা গাড়ি থেকে পেট্রোল বিক্রি করছিল। পুলিশ গাড়ির ড্রাইভারদের হাতেনাতে ধরে ফেলে। বিভিন্ন সরকারি বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভার চুরি করে বিভিন্ন গ্যারেজে পেট্রোল বিক্রি করে থাকে বলে হ্যান্ড আউটে বলা হয়েছে। গ্রেফতারকৃত ড্রাইভাররা হচ্ছে আনসারুল রহমান (সার ও রাসায়নিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ড্রাইভার) ও নাসিরুল হক (জাপান ওভারসিস কো-অপারেশন্স ভলান্টিয়ার্সের ড্রাইভার)। এছাড়া গ্যারেজের ৫জন কর্মচারীকে গ্রেফতার কার হয়েছে। গ্যারেজের মালিক আবদুল মালেক পলাতক আছে। এ সময় গ্যারেজ তল্লাশী চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৬শ গ্যালন পেট্রোল পুলিশ উদ্ধার করেন।৪৭
রেফারেন্স:
১৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত