You dont have javascript enabled! Please enable it!

একটি শক্তিশালী বিপ্লবী দল গঠন হচ্ছে

ঢাকা: ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বাংলাদেশ তলবী ন্যাপ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), মােজাফফর ন্যাপের একাংশের জেলা ও কেন্দ্র পর্যায়ে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ ও অন্য গণতান্ত্রিক ব্যক্তিবর্গের এক যৌথ সম্মেলনে দেশের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন গড়ে তােলার সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মওলানা আরিফুর রহমান সুধারামী। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আরিফুর রহমান সুধারামী, সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান মেনন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (লেনিনবাদী) সম্পাদক কমরেড অমল সেন, মােজাফফর ন্যাপের প্রাক্তন নেতা ক্যাপ্টেন (রিটায়ার্ড) আবদুল হালিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল আকরাম হােসেন এক যুক্ত বিবৃতিতে উক্ত তথ্য জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্মেলনে ১শত সদস্য সমবায়ে যৌথ প্রতিনিধি পরিষদ নির্বাচিত করা হয়েছে, উক্ত প্রতিনিধি পরিষদ রাজনৈতিক সংগঠনের নাম, ঘােষণাপত্র ও কর্মসূচি এবং সাংগঠনিক কমিটি নির্বাচিত করার সময় দায়িত্ব অর্পণ করেছে। নেতৃবৃন্দ বলেন, বৈদেশিক হস্তক্ষেপ ও আধিপত্যের বিরুদ্ধে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষাকল্পে বর্তমানে ঐক্যবদ্ধ প্রতিরােধ গড়ে তােলার প্রয়ােজন। বিবৃতিতে বলা হয়, বর্তমানে ও ভবিষ্যতে মূলনীতি ও কর্মসূচির ভিত্তিতে সকল গণতান্ত্রিক ও বামপন্থী শক্তির সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।৪৮

রেফারেন্স:

১৬ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!