সরকার আইন তৈরি করছে, দুর্গত কৃষকরা পানির দামে বেচা জমি ফেরত পাবে
ঢাকা: বর্তমান দুর্ভিক্ষগ্রস্ত ও বন্যাদুর্গত জেলাসমূহের লােকেরা অর্থাভাবে পড়ে পানির দামে জমি বিক্রি করছে বলে খবর পেয়ে সরকার খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। এসব বন্যাদুর্গত লােকেরা যাতে তাদের জমি ফেরত পায় তার জন্য সরকার আইন প্রণয়ন করছেন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, শেরে বাংলা ঋণ সালিশী বাের্ডের ব্যবস্থা করে কিস্তিতে ঋণশােধ দেয়ার ব্যবস্থা করেছিলেন। এর ফলে তৎকালীন মুক্ত বাংলার লক্ষ লক্ষ ঋণগ্রস্ত লােক মহাজনদের অত্যাচার থেকে রক্ষা পান। সে সময় মহাজনেরা টাকা কর্জ দিয়ে শতকরা ১শত ভাগ সুদ আদায় করতাে। বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন কৃষকেরা সময়মতাে সুদ আদায় করতে না পারলে তাদের জমি ও ভিটামাটি নিলাম দিয়ে টাকা আদায় করা হতাে।
এভাবে তখন বাংলাদেশের কৃষককুল ধ্বংসের সম্মুখীন হয়। সহজ কিস্তি টাকা পরিশােধের ব্যবস্থা করার জন্য ঋণ সালিশী বাের্ড গঠন করে তদানীন্তন সরকার দুর্দশাগ্রস্ত কৃষক সমাজকে রক্ষা করেন। ঋণ সালিশী বাের্ডে মামলা করার জন্য কোনাে উকিলের দরকার হতাে না এবং কোন কোর্ট ফি দেয়ার নিয়ম ছিল না। ঋণগ্রস্ত কৃষকেরা সাদা কাগজে দরখাস্ত লিখে ঋণ সালিশী বাের্ডে মহাজনকে কিস্তিতে টাকা দেয়ার জন্য আবেদন করতে পারতাে। বর্তমানে দুর্ভিক্ষ আক্রান্ত দেশে কৃষকেরা পানির দামে যে জমি বিক্রি করেছে সে মূল্য কিস্তি বন্দিতে পরিশােধ করার ব্যবস্থা করা হবে। কৃষকরা তাদের জমি ফেরত পাবে। তবে এর জন্য সালিশী বাের্ডের ন্যায় অনুরূপ কোন বাের্ডের ব্যবস্থা করা হবে কিনা তা জানা যায়নি। এবং বিক্রির সময় কম টাকা দিয়ে বেশি টাকা লিখিয়ে নিলে তার সত্যতা কিভাবে যাচাই করা হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করেছেন কিনা জানা যায়নি।৪৫
রেফারেন্স:
১৫ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত