ইরান বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বলিষ্ঠ ভূমিকা নিতে পারে
লন্ডন: ইরান বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সাহায্য করতে আগ্রহী বলে জানা গেছে। বাংলাদেশ বর্তমানে এক অর্থনৈতিক সংকটে মধ্য দিয়ে চলছে। ইরানের শাহেনশাহ উন্নয়নকামী দেশগুলােকে অর্থনৈতিক সাহায্যদানের জন্য একশত কোটি ডলারের যে তহবিল গঠন করেছেন তা থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিক সাহায্য বাংলাদেশকে দেয়ার প্রতিশ্রুতি দিতে পারেন বলে আশা করা যাচ্ছে। ইরানী কর্তৃপক্ষ ইতােমধ্যেই বাংলাদেশের সাহায্যের পরিমাণ ও ধরন সম্পর্কে অবগত হওয়ার জন্য ঢাকার সাথে যােগাযােগ রক্ষা করছেন। বিশেষজ্ঞ পর্যায়ে এ ব্যাপারে আলােচনা অনুষ্ঠিত হতে চলছে বলে জানা গেছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ইরান সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বাংলাদেশ কনসাের্টিয়াম বৈঠকে উদারভাবে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দানের আবেদন জানান। ইরানি কর্তৃপক্ষ এই নতুন জাতির অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত সহানুভূতিশীল বলে জানা গেছে। এখানে আরাে উল্লেখ করা হয় যে, ইরানি জনগণ বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য চাঁদা সংগ্রহে অভিযান চালায়। তাতেও তাদের আন্তরিকতার প্রমাণ পাওয়া গেছে।৪৪
রেফারেন্স:
১৫ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত