আজ থেকে অধিকাংশ স্থানে লঙ্গরখানা বন্ধ হয়ে যাবে
ঢাকা: দেশের খাদ্য পরিস্থিতির উন্নতি হওয়ার পরিপ্রেক্ষিতে আজ থেকে বাংলাদেশের অধিকাংশ। লঙ্গরখানা বন্ধ করে দেয়া হবে বলে ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী শ্রী ক্ষিতীশ চন্দ্র মণ্ডল এক বিশেষ সাক্ষাৎকারে গতকাল এ তথ্য প্রকাশ করেন। তিনি আরাে বলেন যে, যে সমস্ত এলাকায় খাদ্য পরিস্থিতি এখনও উন্নত হয়নি সেসব স্থানে লঙ্গরখানা চালু থাকবে। যে সমস্ত এলাকায় লঙ্গরখানা বন্ধ করে দেয়া হবে সেসব অঞ্চলে শীঘ্রই টেস্ট রিলিফের কাজ শুরু করা হবে এবং যাদের বাড়িঘর নেই, সরকার তাদের জন্য গৃহ নির্মাণের জন্য সাহায্য দেবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫ হাজার ৭শত লঙ্গরখানার জন্য এ যাবত প্রায়। ১০ হাজার মণ গম বরাদ্দ করেছেন।৪১
পৃষ্ঠা: ৫৯৮
রেফারেন্স:
১৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত