যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
ঢাকা: রবিবার ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ১১তম মুলতবী বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠক প্রায় আড়াই ঘণ্টাকাল চলে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন যৌথ নদী কমিশনের বর্তমান অধিবেশনের চেয়ারম্যান জনাব বি এম আব্বাস। বৈঠকে শুকনাে মৌসুমে গঙ্গার পানি প্রবাহের বিভিন্ন দিক নিয়ে আলােচনা অনুষ্ঠিত হয়। আলােচনার ফলাফল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের নিকট পরে অনুমােদনের জন্য পেশ করা হবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে যৌথ নদী কমিশনের ১১তম বৈঠক গত অক্টোবর মাসের ৪ তারিখে নয়াদিল্লিতে মুলতবী ঘােষণা করা হয়েছিল।৫১
রেফারেন্স:
১৭ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত