You dont have javascript enabled! Please enable it! 1974.11.13 | বিশ্ব খাদ্য সিকিউরিটি কাউন্সিল গঠন হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বিশ্ব খাদ্য সিকিউরিটি কাউন্সিল গঠন হবে

ঢাকা: রােমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য সম্মেলনে যােগদানের পর গতকাল বুধবার ঢাকা প্রত্যাবর্তন করে কৃষিমন্ত্রী আবদুস সামাদ তেজগাঁও বিমান বন্দরে সাংবাদিকদের বলেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ন্যায় একটি খাদ্য সিকিউরিটি কাউন্সিল গঠন করে বিশ্বের খাদ্য সমস্যা মােকাবেলা করা হবে। জাতিসংঘ খাদ্য ও কৃষি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অনুরূপ একটি কাউন্সিল গঠনের প্রস্তাব কার্যকরী হলে পৃথিবীর লক্ষ লক্ষ লােককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে পারবে। উন্নত দেশসমূহ যাতে উন্নয়নকামী দেশে সার কৃষি যন্ত্রপাতি ও কৃষি সম্পর্কিত গবেষণালব্ধ জ্ঞান সরবরাহ করে তজ্জন্য সম্মেলনে জোর দেয়া হয় বলে কৃষিমন্ত্রী জনাব সামাদ উল্লেখ করেন। বাংলাদেশ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধি নেতা তার বক্তৃতায় বাংলাদেশের কৃষি উন্নয়নের সমস্যা তুলে ধরেন। তিনি বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, নয়া চীন, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আরব দেশগুলাে হতে সাহায্য ও সহযােগিতার আহ্বান জানান। নেদারল্যান্ডস ও অন্যান্য কয়েকটি দেশ বাংলাদেশের সার কারখানা স্থাপনে উৎসাহ দেখিয়েছেন বলে কৃমিন্ত্রী উল্লেখ করেন। এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ৪০টি দেশ খাদ্য সমস্যার সম্মুখীন। এদের সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে যুক্ত প্রচেষ্টা নিয়ােগ করার জন্য সম্মেলন কর্মপন্থা গ্রহণ করে। বিশ্ব ব্যাংকের ন্যায় একটি বিশ্ব খাদ্য ব্যাংক স্থাপন করার বিষয়ে সম্মেলনে বিবেচনা করা হয়।৩৯

পৃষ্ঠা: ৫৯৭

রেফারেন্স:

১৩ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত