দেশের বিভিন্ন গুদামে ৪৭ কোটি টাকার সুতা ও কাপড় ধ্বংস, এই দায়িত্বহীনতা ও গাফলতির জবাব কি?
ঢাকা: বিভিন গুদামে মজুত দেশের ৪৬টি বস্ত্র মিলে উৎপাদিত প্রায় ২ কোটি পাউন্ড সুতা এবং ২ কোটি গজ কাপড় আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়ে গেছে বলে ঢাকায় ওয়াকিফহাল মহল সূত্রে জানা গেছে। এই কাপড়ের এক বিরাট অংশ পােকায় নষ্ট করেছে বলেও জানা গেছে। মিলগুলাের মূল্য অনুযায়ী এই বিপুল পরিমাণ কাপড়ের মূল্য প্রায় ৪৭ কোটি টাকা হবে। তন্মধ্যে সুতার মূল্য হবে ৩৩ কোটি ৫৫ লাখ টাকা এবং কাপড়ের দাম হবে ১৩ কোটি ২৬ লাখ টাকা। উক্ত মহল সূত্রে আরাে বলা হয় যে, এই মিলের গুদামগুলাে প্রয়ােজনের তুলনায় ছােট বিধায় ভাড়া করা গুদামে উৎপাদিত বস্ত্র ও সুতা মজুত করতে হয় ফলে বস্ত্র মিল কপোরেশনকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এসব ভাড়া করা গুদামে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ফলে মজুত কাপড় ও সুতা বিভিন্ন পােকামাকড় ও আবহাওয়াজনিত কারণে বিনষ্ট হয়ে কর্পোরেশকে অতিরিক্ত ক্ষতির বােঝা বইতে হচ্ছে। এখানে আরাে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন সমবায় বাজার সমিতি এবং ডেপুটি কমিশনারদের দ্বারা নিয়ােগকৃত ডিলারগণ মিলগুলাে থেকে সুতা গ্রহণের দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ ভােগ্যপণ্য সরবরাহ সংস্থা এবং স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক নিয়ােগকৃত ডিলাররা মিলগুলাে থেকে কাপড় গ্রহণ করে থাকে, তবে কোনাে পণ্য সংস্থা মােট উৎপাদনের শতকরা ৭০ ভাগ কাপড় গ্রহণ করে থাকে।৩৭
রেফারেন্স:
১৩ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত