You dont have javascript enabled! Please enable it! 1974.11.14 | ঢাকা ও রিয়াদের মধ্যে সমঝােতা বৃদ্ধি পাবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ঢাকা ও রিয়াদের মধ্যে সমঝােতা বৃদ্ধি পাবে

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ঢাকায় বলেন যে, তার সাম্প্রতিক সৌদি আরব সফরকালে সৌদি আরবের বাদশাহ ফয়সলের সাথে তার যে আলােচনা হয়েছে তার ফলে দু’দেশের মধ্যে সমঝােতা আরাে বৃদ্ধি পাবে। আজ অপরাহ্বে এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীকে প্রশ্ন করা হয় যে, কবে নাগাদ বাংলাদেশ সৌদি আরবের স্বীকৃতি আশা করতে পারে। তিনি বলেন যে, বাদশাহ ফয়সলের সাথে সাক্ষাৎ করার সময় পররাষ্ট্রমন্ত্রী বাদশাহ ফয়সলকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিঠি প্রদান করেন। এবং বাদশাহ ফয়সলের সাথে তিনি আলাপ আলােচনা করেন। ড. কামাল হােসেন বলেন যে, সকল দেশের সাথে বন্ধুত্ব স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশের ইচ্ছার কথা তিনি বাদশাহ ফয়সলের নিকট ব্যাখ্যা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনএক সাংবাদিক সম্মেলনে ঘােষণা করেন যে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্পদ বণ্টন ও বাংলাদেশ থেকে পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার বিষয়টি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন যে, একমাত্র দ্বিপাক্ষিক আলােচনার মাধ্যমেই পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা সম্ভব। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে কোন রকম বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রসঙ্গত মন্ত্রী বলেন যে, কুয়েত ও মিশরের পক্ষ থেকে কৃষি, শিল্প ও বন্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে সহযােগিতার আশ্বাস পাওয়া গিয়েছে।

দৌলতখান থানা চাষীদের অভিযোেগ দৌলতখান, বরিশাল: এ বছর দৌলতখান থানায় শতকরা ৬০-৭০ ভাগ রবিশস্য উৎপাদন হ্রাস পাবে বলে আশংকা করা হচ্ছে। প্রকাশ, এ বছর সরকার প্রদত্ত যে রবি শস্যর বীজ এ থানার জন্য বরাদ্দ করা হয়েছে তার অধিকাংশই স্থানীয় বিএডিসি অফিস থেকে কালােবাজারে বিক্রি হয়ে গেছে বলে কৃষকদের কাছ থেকে পাওয়া অভিযােগে জানা গেছে। অভিযােগে আরাে প্রকাশ, স্থানীয় বি এ ডি সি অফিসের ভারপ্রাপ্ত গুদামরক্ষকের সহযােগিতায় থানা পরিদর্শক (টি, আই) উক্ত বীজ কালােবাজারে বিক্রি করে দিয়েছে। উক্ত বীজ বর্তমানে থানার বিভিন্ন হাটে খােলাবাজারে বিক্রি হতেও দেখা যাচ্ছে। অবিলম্বে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য কৃষকগণ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।৪২

রেফারেন্স:

১৪ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত