You dont have javascript enabled! Please enable it! 1974.11.12 | দু’দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলােচনার অগ্রগতি, কুয়েত অতিরিক্ত তেল রাজস্ব বাংলাদেশের শিল্প উন্নয়নে ব্যয় করতে পারে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

দু’দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলােচনার অগ্রগতি, কুয়েত অতিরিক্ত তেল রাজস্ব বাংলাদেশের শিল্প উন্নয়নে ব্যয় করতে পারে

কুয়েত: বাংলাদেশ ও কুয়েতের বিশেষজ্ঞরা দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধির জন্য আলােচনা চালিয়ে যাবে বলে এনার বিশেষ সংবাদদাতা জানিয়েছেন। কুয়েতের উর্ধ্বতন কর্তৃপক্ষীয় মহল সূত্রে জানা গেছে দু’দেশের বিশেষজ্ঞরা ৬টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধির জন্য আলােচনা চালিয়ে যাবেন। উক্ত সূত্রে আরাে বলা হয়েছে। যে, আলােচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে দু’দেশের প্রধানমন্ত্রীর সাথে এই আলােচনার রিপাের্ট পেশ করা হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কুয়েতের প্রধানমন্ত্রী ও আমীরের মধ্যে আলােচনার পর এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। দু’দেশের বিশেষজ্ঞরা অর্থনৈতিক সহায়তার ব্যাপারে আজ বিস্তারিত আলােচনা করেছেন। তাছাড়া ভবিষ্যতে কুয়েত বাংলাদেশকে কিরূপ অতিরিক্ত অর্থনৈতিক সাহায্য দিতে পারবে সে সম্পর্কে আলােচনা করা হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের ঘনিষ্ঠ মহল সূত্রে প্রকাশ, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতার ক্ষেত্র সম্প্রসারণের জন্য দু’দেশের সরকার সম্মত হয়েছে। কুয়েত অতিরিক্ত তেল রাজস্ব বাংলাদেশের শিল্প উন্নয়নের জন্য ব্যয় করবে।৩৫

রেফারেন্স:

১২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত