You dont have javascript enabled! Please enable it!

আন-চাল সংগ্রহ অভিযানে সরকারি মূল্য ঘােষণা

ঢাকা: ধান ও চাল সংগ্রহ অভিযানে সরকারি মূল্য ঘােষণা করা হয়েছে। খাদ্য ও ত্রাণমন্ত্রী জনাব আবদুল মােমিন বেশ কয়েকটা জেলা সফরের পর ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে। আলােচনাকালে এ তথ্য প্রকাশ করেন। সরকারের মূল্য অনুসারে প্রতিমণ ধান ৭২ টাকা ও ভালাে চাল ১২০ টাকা ও সাধারণ চাল ১১৮ টাকা ধার্য করা হয়েছে। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, বাজারে মূল্য স্থিতিশীলকরণ এবং উৎপাদকদের যথাযথ মূল্য দেয়ার জন্যই এ হার ধার্য করা হয়েছে। এছাড়া ধান ও চাল সরকারি সংগ্রহ কেন্দ্রে আনার জন্য যাতায়াত ভাড়াও ধার্য করা হয়েছে বলে জনাব মােমিন জানিয়েছেন। তিনি জানান, ৫ মাইল দূরত্বের জন্য প্রতি মণে ১ টাকা, ৫-১০ মাইলের জন্য দেড় টাকা এবং ১০ মাইলের বেশি দূরত্বের জন্য ২ টাকা ধার্য করা হয়েছে। এ অর্থ ধান ও চালের নির্ধারিত মূল্যের বাইরে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।৩৬

রেফারেন্স:

১২ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!