You dont have javascript enabled! Please enable it! 1974.11.11 | কুয়েতে আমিরের সাথে আলােচনা, আরবদের প্রতি বঙ্গবন্ধুর দৃঢ় সমর্থন ঘােষণা | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কুয়েতে আমিরের সাথে আলােচনা, আরবদের প্রতি বঙ্গবন্ধুর দৃঢ় সমর্থন ঘােষণা

কুয়েত: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েতের প্রধানমন্ত্রী আমির শেখ জাবের আল আহমদ জাবেরের সাথে আনুষ্ঠানিক আলােচনা করেছেন। আলােচনার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান প্রফেসর নুরুল ইসলাম, পররাষ্ট্র সেক্রেটারি ফখর উদ্দিন, বাণিজ্য সেক্রেটারি জনাব নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব হামিদুল্লাহ এবং কুয়েতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত খাজা ওয়াছি উদ্দিন উপস্থিত ছিলেন। আলােচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল সাংবাদিকদের বলেন যে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলাপ আলােচনা করেছেন। তিনি বলেন যে, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলাপ আলােচনা হয়েছে বলে তিনি জানান। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আলােচনা হয়েছে। ড. কামাল হােসেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক আলােচনায় মিলিত হন। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ও অর্থনীতিবিদরা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযােগিতার বিষয় আলাপ আলােচনার জন্য মিলিত হয়েছিলেন। বঙ্গবন্ধু কয়েকটি শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।৩২

রেফারেন্স:

১১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত