You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর কায়রাে সফরশেষে যুক্ত ইশতেহার প্রকাশ

কায়রাে: বাংলাদেশ ও মিসর জোটনিরপেক্ষ নীতির প্রতি তাদের আস্থার কথা পুনরায় উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিসর সফরশেষে প্রকাশিত যুক্ত ইশতেহারে একথা উল্লেখ করা হয়েছে। যুক্ত ইশতেহারে উল্লেখ করা হয়েছে যে, এই নীতির ফলে প্রত্যেক জাতি সামাজিক অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও অন্যান্য ক্ষেত্রে সমভাবে উন্নয়নের সুযােগ লাভ করে। বাংলাদেশ ও মিসর জোটনিরপেক্ষ রাষ্ট্রসমূহের সম্মেলন আহ্বানকে স্বাগত জানিয়েছে। বিশ্বের উত্তেজনা প্রশমনের জন্য জোটনিরপেক্ষ নীতি একটা বিরাট ভূমিকা পালন করতে পারে বলে ইশতেহারে উল্লেখ করে। প্রত্যেক জাতি জাতিগত সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক শৃঙ্খলা আনয়নে বিশেষ সহায়ক হতে পারে। বঙ্গবন্ধু উন্নয়নকামী দেশসমূহের অর্থনীতি উন্নয়নে উন্নতি দেশসমূহের সাহায্য দেয়ার আহ্বান জানান। সফর শেষে সাংবাদিকদের সাথে আলােচনার সময় বঙ্গবন্ধু উন্নয়নকামী দেশসমূহকে সাহায্য দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, উন্নত দেশসমূহের উন্নয়নকামী দেশসমূহের প্রতি অনেক কর্তব্য রয়েছে। উন্নয়নকামী দেশসমূহ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ব্যাপারে উন্নত দেশসমূহকে সাহায্য করা উচিত।৩০

রেফারেন্স:

১১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!