চলতি আর্থিক বছরে দেশের চটকলগুলােতে পাটের অভাব হবে না
ঢাকা: দেশের ৭৭টি চটকলে পাট সরবরাহের জন্য চলতি আর্থিক বছরে পাটের অভাব হবে না বলে পাট দফতরের প্রতিমন্ত্রী জনাব মােসলেম উদ্দিন খান সােমবার ঢাকায় উল্লেখ করেন। পাট দফতরের প্রতিমন্ত্রী বলেন যে, সরকার চাষীদের কাছ থেকে ইতােপূর্বে ২৩ লাখ বেল পাট ক্রয় করেছেন। সরকারের পাট ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪০ লাখ বেল। পাট প্রতিমন্ত্রী বলেন, পাটের অভাবের আশঙ্কা নেই। এর কারণ এই যে, বর্তমানে যে পরিমাণ পাট আছে তাতে চটকলগুলাে আড়াই মাস চালু থাকবে। সরকার আগামী কয়েকদিনের মধ্যে আরও ১০-১২ লাখ বেল পাট কিনবেন বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে যে সরকার ৮ নভেম্বর যে নির্দেশ দেন তার মেয়াদ ১৫ নভেম্বর ফুরিয়ে যাবে। ৮ নভেম্বরের নির্দেশ অনুযায়ী সরকার খুলনা, যশাের ও রাজশাহী জেলার ১০ মাইল সীমান্ত বেষ্টনীর মধ্যে প্রতিটি পাটচাষীকে সম্পূর্ণ পাট অনুমােদিত ডিলারের কাছে বিক্রির নির্দেশ দেন। সরকারি মহলের মতে পাটকলগুলাের বছরে ৩৫ লাখ বেল থেকে ৩৭ লাখ বেল পাট প্রয়ােজন। এবং বার্ষিক চাহিদা মজুত টাকা হলে পাটের কোনাে অভাব হবে না।৩১
রেফারেন্স:
১১ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত